বসন্তের এই দিনে,
সকল বৃক্ষরাজী,
সকল রুক্ষতা পরিত্যাগ
করে বসে আছে সাজি।
পুরাতন রুক্ষতাকে
করে দিয়ে বিদায়।
নতুন পাতা আর মুকুল
করেছে প্রকৃতির কাছ থেকে সদাই।
বসন্তের এই দিনে,
তোমায় নিয়ে নানা স্বপ্ন...
নানান কল্পনা,
নিজ নয়নে, বসে আঁকি
কতোনা স্বপ্নের জাল
জেগে উঠে মনে নানান জল্পনা।
কল্পনার রাজ্যের রানি তুমি
বসে আছো সেজে।
বসন্তের এই দিনে
তোমার বদনের ধ্বনি
আমারি প্রাণেতে
কোকিলের সুর হয়ে বাজে।