জমে থাকা স্বপ্নগুলো...
হৃদয়ের গভীর কোণে,
নিজের মতো করে
সুখের জাল বুনে।

জমে থাকা আশাগুলো
ধীরে ধীরে হয় প্রসারিত...
সময় থাকে না...
তার নির্দয়তার সাথে,
হয়ে যায় অতিবাহিত।

মনের ভেতর বাস করা
সুন্দর এক পাখি।
সময়ের রোশানলে, করে দিয়ে একলা,
সেও দিয়ে যায় ফাঁকি।

তবে, ভালোবাসা কি মিথ্যে,,,
না, ভালোবাসা হলো অবুঝ হৃদয়ের
কিঞ্চিত মূলধন, যা একজন প্রেমিক
উজাড় করে করে বিনিয়োগ।
সময়ের নির্দয়তায়,
জাল বুনা স্বপ্নের সাথে সাথে
মনের ভেতরের পোষা পাখি
জীবনে হিসেবের খাতায়
সকল সম্পত্তিসমূহ থেকে
হয়ে যায় বিয়োগ।

কী কারণ তার?
উত্তর :
হৃদয়ের পোষা পাখি,
যে ছিলো জীবনের সর্বোচ্চ আপনজন
মা-বাবা-ভাইয়ের পরে।
হঠাৎ করে চলে গেল,
হিসেব করে শেষ
হৃদয় খাঁচা শূণ্য করে।

সারাজীবন সঠিক ছিলো,,,
ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান এবং সকল দরপত্র।
চাকরী এবং অর্থবৃত্ত নামক অজুহাত
করে অনিশ্চিত হিসাব,
মিলিয়ে দিয়ে গেল
জীবনের উদ্বৃত্তপত্র।।।