বসন্ত বিনা কোকিলের ডাক যেমন
নাহি শুনা যায়,
তুমি বিনা আমার সুখ
ঘর খুঁজে না পায়।।।

বর্ষা বিনা নৌকার দরকার
যেমন, নাহি হয়,
তুমি হীনা আমার কদর
কেহ নাহি কয়।।।

ঝড় আসলে কুঁড়ে ঘরের
যেমন হাল হয়,
তুমি শূণ্য জীবনে আমার
ঝড়ের বাতাস বয়।।।