সব ধারণা, সব চিন্তা, সব মিথ্যা অনুভূতি,
জীবনকে এক মিথ্যা পরিণয়ের দিকে করে ধাবিত,,,
লুটিয়ে নিচ্ছে ফয়দা, লুটিয়ে নিচ্ছে অধিকার
বাড়িয়ে দিচ্ছে জ্বালা, বারিয়ে দিচ্ছে যন্ত্রণা
সকল গ্লানিকে পেছনে ফেলে যদি
হতে পারতাম আবার উদিত......।

পারবো কী কখনো হতে নীল আকাশ,
না হয়ে যাবো সন্ধ্যা রাতের ঐ ধ্রুব তারা,
পারবো কী হতে আমি সম্পূর্ণ...
পারবো কী হতে আমি পরিপূর্ণ...
ওগো,
প্রিয়তম তোমাকে ছাড়া।

এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার মানে,
শুধু বেঁচে থাকা নয়,,,
যুদ্ধ করা নিজের সাথে...
নিজের ভালোবাসাকে পরিবারের জন্য
পরিবারের সুখের জন্য
বিসর্জন দিতে হয়।

কেন? কেন?
এই নিষ্ঠুরতাকে নিজের মাঝে ধারণ করতে হয়,
যা কিছু আছে মোর, তার কিছুই মোর নয়...
আর তাইতো সময়ের তরে
নিজের প্রিয় মানুষটিকে বলি দিতে হয়।

নিষ্ঠুর পৃথিবী, তার সকল কোমলতাকে ভুলে যায়...
ভুলে যায় তার অর্জিত সকল স্নিগ্ধতা...
যা সে মানবের জন্য রেখে দিয়েছিলো...
কিছুই পরিস্ফুটিত হয় না তখন...
জেগে ওঠে শুধু তার কঠোরতা।

ভুল তো কিছু করি নি আমি...
শুধু ভালোবেসেছি।
যখন আমার হৃদয় জুড়ে সে,
আর কেউ নয়।
যখন আমার মনের সেরা চাওয়া সে,
যখন আমার হৃদয়ের বাগানে চলছে
তার ওই মায়াবী বদনের মেলা...
ঠিক তখন,
সারা পৃথিবীর সকল জটলা
সকল সমস্যার নাম ভুলে গিয়ে
সময় সামনে নিয়ে আসলো
মোদের বয়সের ঝামেলা....