আকাশের সবটুকু নীল আমি তোমায় দেবো,,,
যদি তুমি চাও,,,
আকাশের সবটুকু সীমানা আমি তোমায় দেবো,
যদি তুমি চাও।।।
শুধু তোমায় আমি আকাশে বসবাস করতে দিতে কখনোই চাইবো না।।।
কারণ আমি তোমার বদৌলতে সেখানে যেতে চাই।।।