আমি নদী হতে চাই
সেই নদী ,
যে নদীতে তুমি ভাসতে পারবে।

আমি সাগর হতে চাই
সেই সাগর,
যে সাগরে তুমি নীল জল উপভোগ করতে পারবে।

আমি আকাশ হতে চাই
সেই আকাশ,
যে আকাশে তুমি অপলোকে তাকিয়ে থাকতে পারবে।

আমি মেঘ হতে চাই
সেই মেঘ,
যে মেঘে তুমি নিজের দুঃখগুলোকে হারিয়ে ফেলতে পারবে।

আমি বৃষ্টি হতে চাই
সেই বৃষ্টি,
যে বৃষ্টিতে তুমি মনের আশ মিটিয়ে ভিজতে পারবে।

আমি "আমি" হতে চাই
সেই আমি,
যে আমিতে "তুমি" তোমার সবটুকু নিঃসংকোচে ঢেলে দিতে পারবে।