তারুণ্য ঘেরা স্বপ্নগুলো মোর
হারিয়ে গেল কোথায়,
দৃষ্টিগোঁচরে মায়াবী সেই মুখ
দেখেছি আমি যেথায়।
হাজার আশার আলোর দিশারী
অগ্নিস্নাত রূপ,
সীমাহীন আলোয় কলুসিত হৃদয়ে
জ্বেলে দিলো হতাশার ধূপ।
হাতছানি দিয়ে প্রস্থান হেন
অদূর বিদায়ী সুর,
সারা স্বপ্নের ইতিহাস যে সে
হৃদয়ের পবিত্র নূর।।।