মানব জীবন অতিবাহিত হওয়ার
সকল সময়ের প্রতি মুহূর্ত,
কিছু সময়ের জন্য করে তোলে
মানব জীবনকে অতীব ভয়ার্ত।।।

কত যে ঘটনা ঘটে যায়
মনের অনিচ্ছায়,
যে কোনো ঘটনা সঠিক সময়ে
পৌঁছে গিয়ে তার পূর্ণতা পায়।।।

জীবনে ঘটে যাওয়া হাজারো
ছোট ছোট ভুল,
সময়ের রোশানলে জীবনকে করে তোলে
বিপদ সংকুল।।।