রয়ে গেছো হৃদয় জুড়ে
রেখে গেছো স্মৃতি,
এতটুকুও হয়নি বদল
মোর জীবনের রীতি।
জীবন রীতি রয়ে গেছে
পাল্টে গেছো তুমি,
হয়ে গেছে জীবন আমার
ধুঁ-ধুঁ মরুভুমি।
মরুভূমির মাঝে খুঁজি
এক বিন্দু জল,
জলের আশায় হচ্ছে জীবন
সদা নিশ্চল।
জীবন মাঝে ছিলে তুমি
হয়ে, সমুদ্রেরই বারী,
পাষান বন্ধু গেছো চলে
সইতে নাহি পারি।
জীবন জ্বালা ক্রমান্বয়ে
যাচ্ছে শুধু বেড়ে,
ভয়ঙ্কর মৃত্যু ক্ষুধা,
আসছে আমার দিকে তেরে।
আরোহন করবে তুমি
উন্নতির চরম শিখর,
অর্জন করবে তুমি
অঃশেষ সম্মান।
অতঃপর থাকবে তুমি
বক্ষমাঝে,
হে মোর প্রিয়তম
হয়ে বেঈমান।
২২.০১.২০১৯