বিস্তর মরুর প্রান্তরে যদি
একফোটা সবুজ দেখা যেতো,
সে সবুজটুকু আমি তোমার জন্য আদায় করে নিতাম।
অসীম হিমালয়ের বুকে যদি
এতটুকু রোদের হাসি দেখা যেতো,
সেইটুকু আমি তোমার জন্য আদায় করে নিতাম।
সীমাহীন সমুদ্রের বুকে যদি
একটুকরো দ্বীপ দেখা যেতো,
সেই দ্বীপকে আমি তোমার জন্য দখল করে নিতাম।
গভীর অরণ্যের মাঝখানে যদি
একটিও বাসস্থানের স্থান দেখা যেতো,
তবে সেইটুকুও আমি তোমার জন্য বায়না করে দিতাম।
অগ্নিগীরির মাঝে যদি
একটুও হিমেল হাওয়া বয়ে যেতো,
তবে আমি প্রকৃতির কাছ থেকে সেটুকুও অনুনয় করে রাখতাম।
মেঘময় সারা আকাশটায় যদি
একটুও নীল অবশিষ্ঠ থাকতো,
তবে সেটুকুও আমি আকাশের থেকে দাবি স্বরূপ নিয়ে নিতাম।
সবার কাছ থেকে আমি সবকিছু চাইতে পারি,
দাবি করতে পারি,
দখল করতে পারি,
অনুণয় করতে পারি,
কিন্তু তোমাকে আমি কখনো
নিজের জন্য চাইতে পারবো না।।।
আর এটাই আমার বড়ো ব্যর্থতা।
আর তাই আমি ব্যর্থ এক পথিক, অতৃপ্ত প্রেমিক।
যার চলার পথ কখনো শেষ হবে না।।।