খুঁজিবার তরে তাহারে অন্বেষণে
নাহি খুজি পাই কারণ,
কিছু কথা আছে হে মানবী,
সর্বসম্মুখে প্রকাশ হেতু বারণ।
তব অন্ধকারে তব বিমোহিত মন
রেখেছিনু সদা করিয়া প্রজ্ঞাপন,
ভাবিছিনু এতো করিবো কি অর্পণ
খুঁজে নাহি পাই তাহার ক্ষণ।
কিছু কথা আছে হে মানবী,
তোমা প্রকাশ হেতু বারণ।