এ হেন বসন্তে
হারিয়ে যাবো,
আমি মনের অজান্তে।
গাহিছে কোকীল গান
ভরেছে এ মনো প্রাণ,
রঙ জুরে গেছে এই
জীবনো নীলান্তে।
যদি সখি তুমি মোর
হও ঘুম ভাঙা ভোর,
দিবস কাটিবে
দ্বিগুন উজ্জ্বলতর,
অপরাহ্ন হবে মোর,
তবো অন্ধকারো ঘোর,
নিশি যাপনো মোর
হবে সুখকর।
ক্ষণে ক্ষণে বাড়ে বেলা
মন অতি চঞ্চলা,
হারানো বিষাদ মোর
ভরে থাকে সারা বেলা।
বসন্ত আসিলো,
ফুটিলো কৃষ্ণচূড়া
ফুটিলো পলাশ,
হীন সাহস মন
করে যায় সারাক্ষণ
সখী....
তোমারে পাইবার আশ।
বসন্ত আসিলো,
ভরে বৃক্ষরাজী,
ফুটিলো শিমুল
ফুটিলো গাঁদা
ভরে থাকে হৃদে মোর
হারানো বিষাদতর
আতঙ্ক সদা।
২১.০১.২০১৯