গভীর অরণ্যের বিন্দু তুমি
দক্ষিন কোণের হাওয়া,
আকুল হয়ে দেখবো আমি
তোমার বয়ে যাওয়া।।

হৃদয় কোঠার দ্বার তুমি
পূর্ব কোণের আলো,
শূণ্য উঠানের কোলাহল তুমি
আশার প্রদীপ জ্বেলো।।।