দীর্ঘ নিঃশ্বাসের পশ্চাতে যদি
হঠাৎ করে একবিন্দু ঝটিকা হাওয়া এসে
শরীরকে ঠান্ডা হেতু মস্তিষ্ককে শীতল করে দেয়,
তাহলে ভাববো তুমি আমার কথা স্মরণ করেছো।
প্রখোর রোদে অবস্থানের ক্ষণে
যদি কখনো সকল ইন্দ্রীয় উত্তপ্ত হেতু
বিরক্তপূর্ণ আচরণে সঙ্গ না দেয়,
তখন ভাববো তোমার মস্তিষ্কে আমি
অনাকাঙ্ক্ষিত প্রতীয়মান।
বায়ুর দূষণ যখন পৃথিবীর তুঙ্গে,
সেই চলার পথে যদি আমার দম সঠিকভাবে
সময় অতিবাহিত করে নেয়
তাহলে ভাববো আমি,
তোমার প্রার্থনার কোনো এক কিঞ্চিৎ কোনে
ভাবনায় এনেছিলে।
সকল প্রতীয়মান মস্তিষ্কবেদনার
সর্ব রকমের কঠোর প্রতিঘাত,,,
চৌচির করে দেয় ভাবনার সর্ব প্রাঙ্গন,
সম্পূর্ণ হৃদয়ক্ষরনের, সবটুকু জমিন,
পরে থাকে শুধুই "আর্তনাদ"।।।