প্রচুর ঝড় বৃষ্টির কারণে, নেটওয়ার্ক দুর্বল
সংযোগ করতে পারি নি ফোনে,
তাইতো চ্যাটিং হয়নি, তাই কি...
ছিলে তো তুমি মনে।।।
সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না
চারিদিকে অন্ধকার,
এরকম সময়গুলোতে ওগো আমার
শুধু তোমাকেই দরকার।।।
মধ্যরাতে ফ্যান চলেনি
নেমেছিল বৃষ্টি,
তাইতো গরম অনুভব হয়নি ঘুমোতে যেয়ে
তবুও, যদি থাকতে তুমি পাশে, পেতাম আরো স্বস্তি।।।