মনের ভেতর চরম বিষাদ
জেগে উঠেছে,
আমার অপ্রাপ্তিই,
তোমায় পরিপূর্ণ করেছে।

হাজার লোকের মাঝেই যে
মন তোমায় খুঁজেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

পাওয়ার আশ ছিলো আমার,
সে আশে ঘুন ধরেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

তোমার মনে আমার জন্য
ঘৃণা জমেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

মন, আশার প্রদীপ জ্বেলেছিলো,
সে প্রদীপ, দমকা হাওয়ায় নিভে যে গেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

জীবন নামে রেলগাড়িটা, তোমায় বিনা,
অচল হয়েছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।
জীবন তার বাঁচার খোরাক, তোমায় ভেবেছে,
তোমার অগ্রাহ্যতা তাকে হতাশ করেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

আশায় আশায় বোঁকা এই মন, বাসা বেধেছে,
মনে মনে তাকেই মনের, রানী করেছে,
কপাল খারাপ (কবি নিজে), সেই রানী অন্য,
রাজার জন্য
প্রহর গুনেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

শুদ্ধ মনের ভালোবাসা শুদ্ধই থেকেছে,
পবিত্রতা রক্ষায় সে,
বলি চরেছে,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

যতন করে মনের ঘরে,
যাকে রেখেছে,
তার মনেতে অন্য ছবি, ভেসে উঠেছে,
কপাল খারাপ(কবির নিজের), তাই
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

বিষাদ জ্বালা মনের ভেতর জেগে উঠেছে,
সেই বিষাদ পরিণয়ে, অনলের রূপ নিয়েছে,
আর তাই,
আমার অপ্রাপ্তিই তোমায়,
পরিপূর্ণ করেছে।

হৃদয়জুড়ে কালবৈশাখী
ঝড় উঠেছে,
তোমার পূর্ণতা আমায়,
অপূর্ণ করেছে।

সুখের পাখি জীবন থেকে
পালিয়ে গেছে,
তোমার পূর্ণতা আমায়,
অপূর্ণ করেছে।

জীবন যোগে নতুন করে
বিষাদ জুড়েছে,
তোমার পূর্ণতা আমায়,
নিঃস করেছে।

শিরা উপশিরা আমার
তোমায় চেয়েছে,
তোমার পূর্ণতা আমায়
অপূর্ণ করেছে।

গগণচুম্বী স্বপ্ন আমায় ঘিরে ধরেছে,
তোমার পরিতৃপ্তি আমায়, অপূর্ণ করেছে।
০১.০১.২০১৯