নবান্নের পূর্ণ ফসলাদি ঘরে তুলে
কৃষক পায় সে সুখ...
মা পাখিটি সারাক্ষণ খাবার অন্বেষনের পরে
ফিরে যায় ঘরে
খাবারের খোরাক পরিপূর্ণ করে
তুলে দেয় তার সন্তানের মুখের পরে
পরক্ষণে সে পায় যে সুখ...
সারাক্ষণ প্রসব পীড়ায় ভোগার পরে
গাভীটি যখন তার বাছুরটিকে প্রসব সম্পন্ন করে
নিয়ে আসে পৃথিবীর পরে
সেই মূহুর্তে গাভী পায় যে সুখ...
শিয়াল একটি মুরগীকে তারা করে
পরিশেষে যখন তাকে ধরে
নিয়ে যায় গুহায় ফিরে
পরক্ষণে সে পায় যে সুখ...
একটি চিতা, হরিণ শাবককে তাড়া করে
সঠিক সময় যখন ধরে
পরক্ষণে সে পায় যে সুখ...
সকল সুখের সমন্বয়ে আমি পাই
তার চেয়েও বেশি সুখ...
যখন আমি দেখি তোমার হাসি মুখ...।।।