দুই দিনের এই দুনিয়ায়
কেউ কারো নয়,
স্বার্থের রোশানোলে
ব্যাথা পেতে হয়।।।

বন্ধুভেবে যাদেরকে
করলাম বিশ্বাস,
সময়ের নিষ্ঠুরতায়
তাদের কাছ থেকেই,
হলাম হতাশ।

বন্ধু ভেবে যাহাদিগকে
বাসিলাম ভালো।
জানিনা কি বুঝে তারা পর করে দিলো।
সাময়িক সুখটুকু হরণও করে নিলো।

মনে মনে যাদের আমি
ভেবে নিয়েছি ভাই,
আসলে সব দূরের মানুষ
আমার কেউ নাই।