তোমার আলিঙ্গন আমার শিহরণ
যদি তুমি ভাবো,
একদিনের আলিঙ্গনে মোর
ভরে গেছে মন
তাহলে তুমি ভুল ভেবেছো
এই আলিঙ্গন চাই আমি
আমার সারাটি জীবন,
সারাটি ক্ষণ।।।
তোমার আলিঙ্গন; আমার অনুপ্রেরণা।
হাজার কঠোরতার মাঝখানে আমার প্রেষণা।
তোমার আলিঙ্গন; আমার হৃদয়ের ভাবনা,
বক্ষমাঝে বয়ে যাওয়া সুখের ঠিকানা।
তোমার আলিঙ্গন; আমার বৈশাখী ঝড়।
তোমার আলিঙ্গন; আমার সুখের কুঁড়ে ঘর।
তোমার আলিঙ্গন; আমার নবান্নের হাঁসি।
তোমার আলিঙ্গন; আমার বাঁশের সুরেলা বাঁশি।
তোমার আলিঙ্গন; আমার কোকিলের ডাক।
তোমার আলিঙ্গন; আমার ইলিশ মাছের ঝাঁক।
তোমার আলিঙ্গন; আমার জীবন মাঝে রোদ।
তোমার আলিঙ্গন; আমার জীবনে বেঁচে থাকার বোধ।