নক্ষত্র বিজরীত আকাশটা আজ
স্বাধীন হয়ে গেছে,
কারন, আজ তার জন্মদিন।
ডানাভাঙা পাখিটি
তার পূর্বের অস্তিত্ব ফিরে পেয়েছে,
কারণ, আজ তার জন্মদিন।
দল থেকে বিচ্ছন্ন সিংহটি
আজ তার দলটাকে খুঁজে পেয়েছে,
কারণ, আজ তার জন্মদিন।
১৭ বছর পূর্বে হারিয়ে যাওয়া বাচ্চাটি
তার মাকে খুঁজে পেয়েছে,
কারণ, আজ তার জন্মদিন।
দীর্ঘ সময় রোদে পুরে শুকিয়ে যাওয়া
গাছটিতে আজ সবুজ পাতার জন্ম হয়েছে,
কারণ, আজ তার জন্মদিন।
বিস্তৃত সময়জুড়ে আঘাতহানা
মরণব্যাধী ভাইরাসটাও এখন দুর্বল হয়ে পড়েছে,
কারণ, আজ প্রিয়ার জন্মদিন।।।