হাসি মুখে দেখলে তোমায়,
মনে হয় দেখলাম আমি,
শিশির ভেজা রাঙা সেই শুদ্ধ প্রভাত,
ছুরির আঘাতের চেয়ে বেশি যন্ত্রনাদায়ক,
প্রিয় মানুষের মুখনিঃসৃত
কথার আঘাত।
মনক্ষুন্ন দেখলে তোমায়,
হৃদয়ের ঈশান কোনে জমে ওঠে
জমাট বাধা রক্তের ন্যায়
চরমরুপী ব্যাঘাত,
হারিয়ে যায় মনের ভাষা,
জেগে ওঠে প্রাণের আশ,
যদি সখি পারতাম আমি,
হতে আত্মহত্যাকারী,
ফেলে দিতাম নিজের লাশ।
না,
আমি, পারবো না,
ভালো যে বাসি তোমায়,
নিজের চেয়েও বেশি।
পারিবো না বলতে তোমায়
আমার এই বদন খুলে,
বন্ধু আমি তোরে ভালো বাসি।
ভালোবাসা,,,
কি সেই বস্তু,
যায় কি তারে ধরা?
জীবনতটে হারিয়ে যাবো,
চাইবো না পিছু ফিরে,
যদি দেখি দিব্যি আছো,
হে মোর প্রিয়তম,
এই নরাধমকে ছাড়া।
আমার কাছে, তুমি প্রিয়,
তুমিই রাঙা প্রভাত।
নিজের সুখে বদন খুলে,
করিয়া কটাক্ষ তুমি,
দিলে মনে আঘাত।
আঘাত?
কি সেই বস্তু?
এতো জীবনেরই এক পাওয়া,
যদি বন্ধু হও অসুখী,
নয়ন সম্মুখে আমার,
হারিয়ে যাবে জমাকৃত,
সারাজীবনের সংগৃহীত,
সকল সুখের হাওয়া।
যদি তুমি থাকো ভালো,
করে নিজ ঘর আলো,
করহে মোরে, বিষাদ বস্তু,
করহে প্রত্যাখ্যাত।
ছুরির আঘাতের চেয়ে বেশি যন্ত্রনাদায়ক,
প্রিয় মানুষের মুখনিঃসৃত
কথার আঘাত।
১৯.০১.২০০৯