রজনী আধারের সকল জোছনা
হারিয়ে যেতে চায় তিমিরের অন্তরালে,
সারাটি জীবনের সকল কাণ্ড, সকল লতা আমি
জড়িয়ে নিতে চাই তোমার ভালোবাসার জালে।।।
জ্যোতির শুদ্ধতার সকল মৃদুরোদ
প্রকাশিত হতে চায় দিপ্তীর তরঙ্গতায়,
জীবনের সকল হাসি বেদনায়
তোমাতে হৃদয় আবদ্ধ থাকিতে চায়।।।