সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সন্ধার মঙ্গল বারতাই-
ভেসে আসছে ঘণ্টা আর শঙ্খের ধ্বনি,
ধূপের গন্ধে জোনাক পোকারা মেতেছে ঝিঁঝিঁ পোকার সনে ,
পূর্ণ্যজন্মের আশায় নশ্বর মূর্তি হয়ে স্মশানে শব দেহের যাত্রা ;
শিয়ালের হুক্কা হুয়া ডাকে সন্ধ্যার আহ্বানে রাতের আলিঙ্গন ।
সারাদিনের ক্লান্তি শেষে ঘুমিয়ে যাওয়া চোখে জীবাত্মার আমন্ত্রণ ।
শিহরে জ্বালিয়ে রাখা মমের আলো কখন যে নিভে গেছে দখিনা হাওয়াই,
নরকীয় অন্ধকারে তোমার আগমন,
ঘুমহীন চোখে শুকিয়েছে সব জল !
চোখে লাল বিদ্যুৎ জমে জ্বলছে আজ প্রতিশোধের অনল-
বাকা ছুরির মত নখ দিয়ে আমাকে ছিড়ে ফেলতে চাইছো ?
আমি তো একটা বোধহীন অর্ধেক কাটা লাশ !
বেসামাল স্প্রিং-এর মতে বিদ্রোহী তোমার চুল
কখন যে আমার কন্ঠ নালি পেচিয়ে ধরছে !
নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে -
তিলে তিলে মৃত্যুকে গ্রহন করছি -
তুমি ভালো থেকো -এন্দ্রিলা !
আমার আদরের শুকতারাদের মাঝে ।
আমি আবার ও আসব সঙ্গোপনে
পৃথিবী ঘুমিয়ে থাকা কোন এক চৈতালী রাতে
নিষ্ঠুর বাস্তবতার তোমার এই ভালবাসার শহরে।
প্রদীপ দাস
৮-জুলাই -২০১৭
আর কে মিশন রোড , ঢাকা
ছবি - নেট থেকে সংগ্রহ