দহন
-------------------🕸️
ইদানিং তোমার আর্তিহীন ভালোবাসার ছল
যেন মস্তিকের গাঢ় ভাঁজে গড়ে ওঠা জটিল জ্যামিতিক জাল।
চিতার তরঙ্গে ভালোবাসা জ্বলে আর নিভে
তোমার পোড়া চোখের কাজলে কাজলে।
এখন কি তোমার মুত্যু নিয়ত দেয় না হানা নিঝুম রাতের বিজনে !
অথবা আবছা কোন ঘন নীল অন্ধকারে ?
হয়তো তার চেয়ে দূরে আছো সেই ঢের ভালো !
কিন্তু আমিতো এখনো দেখি -
তোমার লাল অনামিকাই বুকের ক্ষত সৃষ্ট !
আর আমাদের বিছানায় পড়ে থাকা সেই সুবর্ন গোলাপের পাপড়ি ।
এখনো শুনি এই শূন্য ঘরে -
তোমার দুহাতে পরা শুভ্র শাখা আর লাল পলার শাণিত ধ্বনি ।
এখনো প্রতিটি ভরা দুপুরে তোমার ললাটে আঁকি ভালোবাসার ভেজা চুম্বন খানি।
এখনো ভাবি রমনার কৃষ্ণচূড়ায় সেই পথে দেখা হয় যদি তবে আসো,
আবারো রক্তাত্ত পথ বেয়ে অভিসার হবে সেই পঞ্চমী রাতের বিবরে।
মিশে যাবো সুদূর ঝর্ণার আছড়ানো নিশীথ অন্ধকারে-
কাম পিপাসায় করুণ রাগিণীর হৃদয় তলে।
প্রদীপ দাস
৬ই মার্চ ২০১৮ , ঢাকা