দেয়ালে টাঙ্গানো অপরাজিতার কৃষ্ণ রঙের ফ্রেমে বাধা ছবি -
ঠিক যেন উদাসী জোৎস্নার মতো নীরবে কথা কয়,
আজ তোমার চোখের ভিতরে অন্য চোখ- যেন নির্বিচার আঘাতের ফলা !
দিশাহীন খেয়ার মতো নির্লিপ্ত ছুটছে আমাদের বিষন্ন অতীত মায়া ।
বাসা নম্বর ২৩, এস এম ব্যানার্জী লেন ,
আমাবশ্যার নিগুড় অন্ধকারে ঘুমিয়ে থাকা নিস্তব্দ শহর -
ছাদের পূর্ব রেলিং এর পাশে পড়ে থাকা রক্তমাখা সাদা গোলাপ !
শরীরের ভাঁজে ভাঁজে কষ্ট জমে বাতাস ঢোকা !
এ যেন স্বপ্ন চাদর গায়ে ঢেকে -কুয়াশার কাফন হয়ে ঝুলে থাকা !
দ্যাখো ফ্রেম বন্ধি থাকে দ্যাখো -
নির্দয় ঢেউয়ের আঘাতে জর্জরিত হয়েও
ভিতরটা এখনো উদাম হওয়ার স্রোতে ভাসে - বর্ষার জলে ভিজে ভিজে !
এখনো রাত আসে -আসে আমাবশ্যার নিষদ্ধ লোভের ছায়া,
এ কোন মিথ্যে আমায় হেলা করো অবাক পৃথিবীর মায়া !
আসো- আর একবার আসো !
স্পর্শ দাও আমাবশ্যার রাতে-তোমার সিঁথির সিঁদুরে তিলক আঁকো আমার বক্ষ মাঝে ।
পুলকে তন্দ্রা আসুক বুকের অতল সীমানা ছেড়ে-
তোমায় আমি উড়িয়ে নিবো ইন্দ্ররাজের স্বর্গলোকে !!
অপরিজিতা
প্রদীপ দাস
৫ জুন ২০১৭ , ঢাকা