আছে কি ?
তোমার আমার মাঝে ভালোবাসার -
এমন কোনো সমানুপাতিক ঋণ ;
মাধবী লতার বুকে শুয়ে চুলের ভাঁজে নাক ডুবিয়ে -
ঘ্রাণের নেশায় হৃদয় মাঝে বাজছে কোনো রক্ত মাতাল বীন ?
করছো কি ?
নাকের উপর নাক ঠেকিয়ে - ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে অরগ্যানিকের মিথ্যে চুম্বন ?
দেখছো কি ?
বদ্ধ করা চুলের বেণী- স্বপ্নে ভাসে ভুল তরণী ;
আলতা পায়ে দিঘীর জলে কে মেতেছে ডুব সাঁতারি।
আঁকছো কি ?
অধর ধরে ললাট মাঝে প্রজাপতির সাহ্মি নিয়ে মন্মথনের অগ্নি তিলক।
দেখছো কি ?
চোখের ভিতর চারটি তারা কেমন করে স্বপ্নে নেচে মুহুর্মুহু স্বপ্ন ভাঙে।
এখন তুমি বলবে আমায় বন্ধ করো এ সব কথা !
এ সব এখন খুব পুরানো !
দেখছো না!!
কোয়েনিগসেজের গাড়ি আছে ,
বিলাস বহুল বাড়ি আছে ,
সঙ্গীতা শিবরানীর নকশা করা কোটি টাকার শাড়ি আছে ,
পাহাড় সম টাকা আছে ,
তোমার মতো নরম হাড়ের নারী আছে ,
কি নাই আমার ?
সবই আছে !
তাই- ই -তো - তুমি বরং দিব্যি আছো !
মেনকাদের সাথেই আছো ।
গভীর রাতে ইস্টমাকে এলজি মদের পূর্ণ বোতল শুন্য করে
শকুন হয়ে বদ্ধ তনু ধরছো চেপে।
কোথায় আমার পরাধীনতা ?
আমি বরং ভালো আছি !
চার দেয়ালের মাঝে থেকে ভোগ করছি তোমার দেওয়া স্বাধীনতা !
প্রদীপ দাস
৪-জুলাই -২০১৭
আর কে মিশন রোড , ঢাকা