হে ক্ষুধিত বন্ধু মোর , তৃষ্ণায় আকুতি করি
এত জল দেহে মোর তবু এত তৃষ্ণারে বিতারি ।
মাগিব ক্রন্দন করি , নাহি রব আর
এত কল্লোলের মাঝে আজি বাজিছে ক্রন্দন আমার ।
বৃথাই খুঁজি ফিরি তোমারি , ওগো মোর প্রিয়া
প্রাণের প্রিয় বন্ধু ছিলে তুমি সিন্ধু জাগারিয়া ।
শূন্য আমি শূন্য তুমি শূন্য চারিধার ,
তুমি বিনে শূন্য জীবন সীমাহীন রিক্ত হাহাকার ।
নিশ্চূপ ক্ষণে কহিল প্রিয়া , আমি কত না নিষ্ঠূর
মোর লাগি কাঁদ তুমি , এ ঘরে নিত্য ক্ষুধাতুর ।
সপ্তসিন্ধু দিলাম সপে এ জল বাহু দিয়া
বক্ষ মাঝে রেখো মোরে বাহুডোরে আকড়াইয়া ।।