স্বপ্ন অগোচারিনী
প্রদীপ চন্দ্র রায়
ওগো মোর হৃদয় হরণী
তমি কি স্বপ্ন নাকি বাস্তব
নিয়েছো এ দেহে থেকে
হৃদয় তুমি আস্তব।
আজো নাহি দিলে দেখা, পথ চেয়ে আছি একা
এ বনস্পতির গহীনে
তুমি কি ছিলে মোরে, আজো ঐ কোন বাহারে
ছিলে মনে মনে।
স্বপ্নের মতো এসেছিলে, হঠাৎ আবার চলে গেলে
এই কি তোমার স্বরুপ
ঘুমের স্বপ্ন সেই, জেগে দেখি তা তো নেই
মায়াবিনী অপরুপা রুপ।
কেমনে ভুলিব তোমা, সেই গাল ভরা চুমা
আজো ভুলিতে নাহি পারি
ঘুমের স্বপ্নে যেটা নাহি হয়, জাগিয়া তাহারে করিয়াছি জয়
সেই মনচোরা সুন্দরী নারী।
এ কেমন স্বপ্ন তুমি, ধরিতে নাহী পারি আমি
অগোচরে আসো অগোচরে যাও
দু পায়ে শিকলে বাধিয়া রাখিব, কোথাও যেতে নাহি দিব
দেখিব তুমি কেমনে পালাও।
সুন্দর এ মর্ত পানে, নাচাও তুমি ঐ গগনে
আবার, ছাড়ি যাও একা
ভাঙ্গা স্বপ্ন নাহি হয় জটা, ফিরাইয়া না দিবে তারি কোন কথা
যদি না হয় সর্বস্বপ্ন দেখা।
ওগো স্বপ্ন চারিনী, মোর হৃদয় হরনী
করিয়াছি তোমায় উৎফলন
ছাড়ি গেলে মোরে, হবে না তোমার তরে
আর কোন দিন এ মিলন।।