কখনো দেখিনী, তোমারে চিনি নাকো,
লুকানোর নও তুমি, তবু লুকিয়ে কেন থাকো ?
ঘুমের স্বপ্নে এসেছিলে মোর পরশিয়া -
জেগে ওঠে দেখি তুমি নেই প্রাণপ্রিয়া ।
অধরা মাধুরী পরে এসেছিলে মোর পাশে
নাহি দিলে ধরা তুমি-অবশেষে ।
শুনে যাও বিদেশিনী, --
বলে যাও কি নামে শুধাব—
স্বপ্ন আমার জোনাকির মতো, কিভাবে বাধিব ?
আমার লেখনি ফুটে ক্ষণিক কালের ফুলে-
চলিতে চলিতে যারে দেখি তাই সবে যাই যেন ভুলে !
একদিন ফুল দিয়েছিলে হায়, বিধে গেছে তার কাটা
তবু সুন্দর করিয়া হাসিয়া হাসিয়া সহেছিনু শত ব্যাথা
বিরহ বিলাপ করে মন , মেঘের আধার দেখে
ভুলেছে বুঝি সবি কথা আজ পুরোনো স্মৃতি ঢেকে।
আকাশ যেমন পাতে না ফাঁদ কাড়িয়ে নিতে চাঁদে
বিনা বাধনে তাই তো সে নিজেরে নিজেই বাঁধে ।।