পদ্য হলো সমূদ্র
ভাষা তার নীড়
ছন্দ হলো তরঙ্গ ভঙ্গি
জ্ঞানানন্দ তীর
সাহিত্যের মধ্যে সৃষ্টি তার
মানুষের মাঝে বসবাস
মুখে মুখে জড়িয়ে থাকে
ছড়িয়ে জ্ঞানের সুবাস
সুরে সুরে ঝংকৃত হয়
সৃষ্ট মানব জ্ঞানী
তাই তো সকল মানব জাতি
পড়ে পদ্য বাণী
অল্পের মধ্যে ব্যক্ত তার
জ্ঞানের অসীম ভাষা
সকল মানুষ বাসবে ভালো
পদ্য মনের আশা ।।