কে খেয়া তোর করবে রে পার
নেই তো ঘাটে মাঝি
ঐ পারে যে ঝড় ওঠেছে
যেতে হবে কি আজিই ?
নদীর কুলে ঢেউ আসছে
উথাল পাথাল করে
কাল মেঘে যেন ধেয়ে গেছে
পরবে এখনেই ঝরে
উদ্বিগ্ধ মন নিয়ে পথিক
নামল নদীর জলে
খেয়ার তরী যায় না বয়ে
ঢেউয়ে শুধু ঢলে
যাস না পথিক জুলুম করে
নিজে বাইয়ে খেয়া
ঐ যে দেখা যায় আসছে তেরে
কাল বৈশাখী ধেয়া
কেমন করে যাবি পথিক
ঐ ঘাটের ই পারে
খেয়া তার না এগিয়ে
পিছেই ফিরে ধারে
পথিক বুঝে,
খেয়ায় তার যাওয়া হবে না
নামতে হবে জলে
যতই বাধা আসুক পথে
একটুও নাহি টলে।।
(সংক্ষিপ্ত)