নিখোজ
প্রদীপ চন্দ্র রায়
মাগো তুমি কোথায় গেলে
নেইকো আমার পাশে
তোমায় ছাড়া একলা রাতে
ঘুম যবন না আসে
নিঝুম রাতে আকাশ থেকে
ঝির ঝির বৃষ্টি ঝরে
দু চোখে আমার ঘুম আসেনা
তোমায় মনে পরে।
আধার রাতে ঘুমিয়ে ছিলাম
তোমার কোলে শুয়ে
তোমায় বিনে জেগে আছি
সঙ্গিহীনা হয়ে
কখন তুমি আসবে মাগো
আমায় কোলে নিতে
একবার যদি আস তুমি
দেবনা কোথাও যেতে।
তুমি আমার স্বর্গ মাগো
তুমি যে জননী
তোমায় ছাড়া বেচে থাকা
বৃথা এ ধরনী
কোন দেশেতে গেছো তুমি
আমায় একা ফেলে
যাওয়ার সময় কেন তুমি
আময় সঙ্গে না নিলে।
রাত্রি কালে স্বপ্নে আমি
তোমায় দেখতে পাই
জেগে ওঠে তোমায় খুজি
কোথাও তুমি নাই।।