মেঘের দেশের রাজা আমি
শুন্যে আমার বাস
একাই আমি রাজা প্রজা
নেইকো কোন দাস
মেঘের সাথে ঘুরে বেড়াই
সারা পৃথিবী জুড়ে
দাড়িয়ে থাকতে পারি না আমি
ঘুড়ি উড়ে উড়ে
পাখির মতো নেইকো ডানা
যে বসব গাছের ডালে
বৃষ্টি হয়ে ঝরে পরি
এই যে মাটির কোলে
সুর্য তাপকে আগলে রাখি
বাঁচাই প্রাণী কুল
বসন্তের ঐ আগমনে
গাছে ফোটাই ফুল
মেঘের রাজ্যে থাকি আমি
খেলি রঙ্গের খেলা
বুকে নিয়ে ঘুড়ে বেড়াই
পাল তোলানো ভেলা
প্রকৃতির মাঝেই সৃষ্টি আমি
নেই তো আমার ধ্বংশ
বিন্দু বিন্দু জল দিয়ে
বাঁচাই প্রাণী বংশ
সারা মর্তে বসতি আমার
সবার আমি প্রাণ
আমি ছাড়া জগৎ সংসার
হইবে না নির্মাণ ।।