দেখিয়াছি নিলাম্বরীর সেই
নীল নীল ধ্রুবতারা
বিদিশায় জলে আছে
হয়েছে দিশেহারা
পদ্ম লভনে নিশিত ভবনে
চমকি চমকি জলে ওঠে
রাত্রি অথিতি পদ্ম যেন
সমস্ত গগনে ফুলে ফুটে
এমনো নিরালোকে ধ্রুবতারা আজি
দীপ্ত প্রদীপ জালিয়াছে
নিস্তব্ধ আধার যেন চাহিয়াছে তাহারে
পুলকিত হইতে পারে না লাজে
নিরালোক পৃথীবী আজি আধার হারিয়ে
জলিয়েছে সর্ব তনু
কেমনে জাগ্রত হইল তিমির ধরনী
হইল তাহার মনু
ঐ খানে যে চন্দ্রের আলো
দিচ্ছে দিপ্ত ছড়ায়
তাই না দেখে তারারা আজি
হাসছে মুক্তা ঝড়ায়