এ কী ছন্দ নিত্যনূতন
ওগো ছন্দময়ী
তোমার অন্তরে আমার তত্ত্ব
রেখেছো অন্তরজয়ী
নব নব রূপে দেখিয়াছি তোমায়
ওগো রূপময় --
লুণ্ঠিয়া নিয়াছো আমার এ হৃদয়
সাগরে ভাসাও আমায় ওগো নির্দয় ।
তোমার চঞ্চল প্রেম দিয়ে ,
কখনো ভিতরে কখনো বাহিরে
কখনো অন্তরতরে ।
ওগো মায়াবিনী, কত ভুলাবার
মন্ত্র তোমার আছে
যেখানেই যাও সেখানেই যাই
ফিরি যেন তোমারেই কাছে ।
আর কত বার পুড়িয়া এ পরান
সুপ্ত প্রেমরস করিয়াছ পান
অগ্নিসম সুরা আজি
ঢালিয়াছ বুঝি ,
অসহ্য বেদনার মাঝে
তোমারে শুধু খুঁজি।।