মৌচাকে মৌমাছি করে
ভন ভন ভন
পুরোহিত ঘন্টা বাজায়
বাজে ঠন ঠন
দাদা ঠাকুর ছাতা নিয়ে
হেটে চলে হাটে
বরষায় ভরা নদী
নাও নেই ঘাটে
বর্ষায় টিপ টাপ
কাদি মাখা পথ
ইংরেজি স্যার পড়ায়
ইয়েস নাকি নট
আধারে ঢাকা পরে
এই অবেলায়
ভোর হলেই বেলা যেন
দ্রুত বয়ে যায়
আষাড়ি দিন যেন
কালি মাখা মেঘে
পশু পাখি ক্ষুদার জালায়
হাকে আর ডাকে
তবু যেন ভালো লাগে
এই সরষায়
বারে বারে মন যায়
সেই বরষায়।।