ওগো বিদেশিনী,
নয়ন হরিণী , দীর্ঘ কেশধারী
নিদ্রা জাগানিয়া অন্তর চঞ্চলকারী,
কি রূপে পরিনু আজি--
তোমার প্রেমের জালে
বার্ধক্য ক্ষণিকে ঘনিয়া আনিছে
এ অনন্ত যৌবন কালে ।
ওগো মোর প্রেমো জাগানিয়া -
গোপনে রাখিলা প্রেম তটিতে আনিয়া ,
ইন্দ্রের ইন্দ্রানী তুমি চন্দ্রের রোহিণী
কামধেনু ব্যক্ত করে তোমার রূপের কাহিনী ।
খঞ্জন রামা তুমি নয়নে সুটান --
ভুরুযুগ যৌবন বালা ত্রিলোকে মহান
সর্বক্ষণে রূপসী তুমি ধন্য রূপবতী
না জানি কাহার ঘটে এহেন যুবতী ।।