হেথা বসি আসনে            ভাবিয়া সর্বসনে
              কেমনে ভাসিছে বারি,
উড়িয়া নিলাম্বরে           এক হতে অন্য প্রান্তরে
              কেমনে আগমন তারি।
রহিছে পৃথিবী জুড়ে            সর্ব অঙ্গে জীব শরীরে
                   করিয়াছে আবাস সৃষ্টি,
মেঘ হতে মেঘালয়ে             উড়িছে দিক্তবলয়ে
                  মাটিতে লুটোয়, হ'য়ে বৃষ্টি।
মাটির অন্তর তরে             রহিয়াছে ভিতরে
                   ভাসিয়ে মৃত্তির চালা,
কখনো বাতাসে মিশে            জলীয় বাষ্প বেশে
              জগতে ছড়ায় পুষ্প মালা।
বর্ষার আসনে বারি ফেলি       দুয়ারে আসন মেলি
             অঝরে ঝরে আপন মনে,
কিছু করিবার নাই             চেয়ে চেয়ে ভাবি তাই
             দীর্ঘদিন কাটিবে কী এমনে।
ডাকে সে জীবন কর্মহীন      একান্তে আপনে-লীন
                নিগূঢ় জীবনের বিরহ
আসিছে বর্ষা ছায়া         অন্ধকার মেঘমায়া
                ঝরঝর ধ্বনি অহরহ।

(সংক্ষিপ্ত)