চঞ্চল মন আজি বিরহে কাতর
প্রিয়া বিনে অন্ধকুপ জেগেছে অধর।
কেমনে হইল বুলি অধিধীর
পক্ষী যেন পেয়ে গেছে নীড়,
কেমনে জাগিল হীনমনে বীর
উদ্বগীপ্ত হইল বর-----
রয়ে গেছে শুন্য ভিটে এই বাড়ি ঘর ।।
চিরতরে গেল ছাড়ি আর নাহি ফিরে
ক্ষনে ক্ষনে দেখি শুধু ক্ষনিক অদুরে ।
তবু নাহি ফিরে এল
আর কভু দেখা দিল,
কেমনে যে ছেড়ে গেল
এ প্রেমের অধরে----
সে যে চলে গেল ছাড়ি আর নাহি ফিরে ।।
অর্ধাঙ্গীনী ছিল মোর অর্ধ অঙ্গ জুড়ে
খুজি তাই বারে বারে, পাব কি তোমায় ফিরে ?
জগৎ গেল মোর পুইড়া অনলে
বিরহিনী জ্বালা উঠিছে জ্বলে,
তাই তো খুজেছি তোমাকে ভুতলে
এ অধম দেহ ধরে------
আস ওগো প্রাণসখী আস তুমি ফিরে ।।
ছেড়ে যদি যাবে তুমি,কেন বাধলে এ বন্ধন ?
চক্ষু আগলে ছেড়ে তোমায় করেছে শুধু ক্রন্দন ।
যাবে যদি চলে যাও
এ দেহ`কে সঙ্গে নেও,
কভু নাহি ফিরে চাও
ঢাকিয়া কপাল চন্দন------
তোমার অপেক্ষায় আজো অঝরে ঝরেছে ক্রন্দন ।।