বর্তমান সময়ে বাংলা সমাজ ও সংস্কৃতি তে কবি ও কবিতা দুই'এরি সংখ্যা দিন প্রতিদিন বেড়ে চলেছে। একই গতিবিধি ধরে বর্তমান আধুনিক যুগে প্রকাশ করার মাধ্যম ও প্রচুর হারে বৃদ্ধি পেয়েছে; যাকে আমরা প্রযুক্তি বলে থাকি। এখন এই প্রযুক্তির যুগে প্রকাশিত কবি ও তাঁর কবিতার মান কতখানি তা পাঠক'গন নির্ণয় করবেন (যার সংখ্যা দিন দিন লোপ পাচ্ছে); তার সাথে সাথে লোপ পেয়ে চলেছে বাংলা কবিতাই আঞ্চলিকতা (যা আমার আলোচনার মূল আলোচ্য বিষয়) । বর্তমানে শতকরা কতজন কবি তাঁর লেখায় আঞ্চলিক ভাষার প্রয়োগ করেন? যদি আমরা সাহিত্য চর্চা করে থাকি তাহলে অবশ্যই লক্ষ করে থাকবো যে, রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র ইত্যাদি তৎকালীন উচ্চমানের সাহিত্য শিল্পীগণ বাংলা ভাষার বিভিন্ন বৈচিত্রের ব্যাবহার করতেন তাঁদের কাব্যে । একজন কবি বা লেখক হিসেবে আমাদেরও দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পরে নিজ নিজ আঞ্চলিক ভাষাকে বিশ্ব মাঝারে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজ নিজ আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখার ।
আলোচনাটি ১০৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৩/১০/২০১৭, ০৯:০০ মি: