দগ্ধ হৃদয়ে হতেছে গভীড় মুহুর্মুহ,
স্বচ্ছ ছায়া কার?
কে তুমি? বিবর্জিত ক্লান্ত ভাবনা,
স্পর্শ লোভি তোমার।
অশ্রুতে ভেজা আঁখির পল্লবে,
কিসের তরে অশ্রু ঝরে?
শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে,
কিসের তরে দাঁড়ায়ে নতশিরে?
হঠাৎ শ্রবণে, বিমূঢ় বাতাসে,
দূর হতে আসে ভেসে,
এ কার কন্ঠস্বর? কে তুমি?
বড় অম্বরে ছড়ায়ে হাসি,
আসো এ হৃদয়ে গুঞ্জরীয়া,
কত না সুরে বাজায়ে বাঁশি,
যাও দিগন্তের সীমানা ছারিয়া।
ক্লান্তি'রে করিয়া দিয়া দূর,
প্রানের বীণাই ভর সুর।
#তিয়াষ
অরঙ্গাবাদ
২০০৭