যখন সারা শহর,
ঘুমের দেশে, নৌকো বেয়ে পাড়ি দিচ্ছে রাত খানি,
আমায় তখন স্বপ্ন জাগায়, ভাবনারা দেয় হাতছানি।
মেঘ বাদলে, খেলার ছলে, আশা-প্রত্যাশা ভেসে বেড়ায়।
স্বপ্ন তখন সর্ববৃহৎ, চোখগুলি তার ঘুম হারায়॥
যখন সারাটি দিন,
আমি আর আমি, চুপটি করে বসে রই নিরবে,
স্বপ্ন তখনও হাতছানি দেয়, দিনের কল্প ভবে।
আচ্ছা জ্বালা, বিশালতার ভাবনা নিয়ে, করি শুধু প্রত্যাশা।
আর শুধু শুধু দিন বাদে দিনে হা-হা হি-হি হাসা॥
যখন রাতের শেষে,
সূর্য্য এসে কড়া নেড়ে যায়, পাখির কিচির-মিচির।
কল্পনা আর বাস্তব যেন মিলে মিসে ধোয়ায় শিশির॥
আমি তখনও স্বপ্ন দেশে, বড়োর খেলা খেলি।
কল্পনাকে বানিয়ে ডানা, স্বপ্নের ডানা মেলি॥
#স্বপ্নডানা
প্রদিপ কুমার দে।।
১১ই পৌষ, ১৪২২
25th Dec, 2015
09:30 AM