প্রভুর দিকে নীরবে রহি চাহিয়া;
ভাবি নাতো করিবে খেলা মোর সাথে।
মনে মনে প্রার্থনা গীত গাহিয়া,
করি স্পর্শ চরণ তাঁহার আপন হাতে।
চরণ ধরিয়া মাগি মার্জনা আপন মনে,
পার যদি কর ক্ষমা হে ভগবান;
করিয়াছি যদি ভুল, সবই অজ্ঞানে ।
জানি তুমি দীপ্ত, তুমি বুদ্ধিমান,
সর্ব শক্তিধর তুমি, তুমিই মহান ।
তুমি বিরাজ করিয়া আছ সবার উচ্চস্থানে;
তুমিই সর্ব শ্রেষ্ঠ সকল গুনে ও জ্ঞানে ।।
হয়তো তুমি অন্য রুপে
এসেছিলে কাছে, চেয়েছিলে কিছু ভিক্ষা;
পারিনি চিনিতে তোমারে, ফিরায়েছি আমি;
তাঁহারই প্রতিফলে দিয়েছ কি এ শিক্ষা?

দুপুর ০২: ৩০
২২/১০/২০০৮
ধুলিয়ান