তুমি,
কবিতা লেখার অনুপ্রেরণা মাত্র,
এছাড়া আমার আর কেউ হওনা।

যদি ইতিহাস এ ঠাঁই পাই,
তবে, তুমি সেই কারণ মাত্র,
যদি অতীত-অস্তিত্ব হীন হয়ে যায়
তবে, তুমি সেই ব্যাকরণ মাত্র।

তুমি,
অপরিকল্পিত ঘটনা চক্রের বিষয় বস্তু মাত্র,
এছাড়া আমার আর কেউ হওনা।

তুমি জীবনের সবকিছু জুড়ে?
নাকি, ভোর রাতের জাগানো দুঃস্বপ্ন?
তুমি দেবতারে প্রদত্ত পুষ্পাঞ্জলি?
নাকি, কবির গোত্রহীন  সেই পথকলী?

তুমি,
নিশ্বাস এর অদৃশ্য সেই বাতাস মাত্র,
এছাড়া আমার আর কেউ হওনা।

জগত ছেড়েছি, বেঁচে ওঠার তাগিদে।
কারণ খুঁজেছি বেঁচে ওঠার।
থামাইনি পথ চলা,  একাকীত্বের সুবাদে,
পাইনি পুরস্কার, জীবন নদীতে ছোটার।

অবশেষে,
তুমি মৃত্যুর অপ্রয়োজনীয় সেই কারণ মাত্র,
এছাড়া আমার আর কেউ হওনা।

এপ্রিল ১৯, ২০১৭
রাত্রি ৩:২৮