কথা ছিল,
শীতের মাসে, দুপুর শেষে,
সবুজ ঘাসে, খেলার শেষে,
ফিরবো আবার, দেখিয়ে সবার
সেই ছোট্ট বেলার খেলা।
চড়কি চড়া, মুড়কি ভরা
হাতের থলে, মাছের ঝোলে
ভাত খেয়ে সেই দেখতে যাবো মেলা॥
কথা ছিল,
শক্ত মাঠে, বাড়ির খাটে,
গভীর রাতে, স্বপ্ন হাতে,
সাজিয়ে তারে, আপন ঘরে,
রাখতে যাবো আবার।
রাখতে গিয়ে, গাওয়া ঘিয়ে,
মাখিয়ে ভাতে, মায়ের হাতে,
দেখবো খেয়ে অবেলার সেই খাবার॥
কথা ছিল,
বৃষ্টি জলে, ব্যাটে-বলে,
ভেজা মাঠে, দলে-আটে,
লড়বো লড়াই হার-জীতের।
করবো খেলা, রানের মেলা,
ছোটর মতই, লড়বো ততই,
নিজের সাথে, বিপরীতের॥
#কথা ছিল
রাত্রি ১২:৪৪
৬ই ফেব্রুয়ারী, ২০১৬
ধুলিয়ান॥