জীবনের অনেকটা পথ এগিয়ে গেছি,
অনেকটা এখনও আছে বাকি।
কখনও সুখের সুখে হেসেছি,
কখনও অশ্রুতে ভিজেছে আঁখি।।
প্রসন্ন চিত্তে নয়ন ভরে দেখেছি স্বপ্ন,
অনেক কষ্টে করেছি তৈরি বালির মহল।
বাঁচিয়ে রেখেছি তারে, অনেক করে যত্ন,
কিন্তু, ভেঙে গেছে তারে এসে প্রলয় পাগল।।
কাল-বৈশাখীর তীব্র আঘাতে আঘাতে,
চূর্ণ-বীচূর্ণ হয়ে, মৃত্যুর ঠিক আগে,
করেছি চেষ্টা, নিজেকে পুণরায় বাঁচাতে।
বিধাতার অপমানের খেলা আবার দেখার রাগে।।
বিরোধ করিনি আমাকে দেওয়া লাঞ্ছনার,
মন মধ্যে করেছি প্রগাঢ় বিশ্বাষ।
তোমার দেওয়া যত গালি ও ভঞ্জনার,
একদিন হবে অবশ্যয় নিঃশেষ।।
জীবনের যে বাকি পথটুকু আছে,
কেটে যাবে কি এই বিশ্বাসেই?
যেগুলি পাওয়ার ছিল মনের কাছে,
হারিয়ে যাবে কি তা জীবনের শেষ নিঃশ্বাষেই?
#পথিক
সেপ্টেম্বর ২০, ২০০৮
রাত্রি ২:৪৫, ধুলিয়ান