তুমি যে বললে আসবে এখানে,
তুমি তো এলেনা কই।
তোমার জন্য পথ চেয়ে রই,
তুমি তো এলেনা কই।

দেখ না নদীটা বয়ে চলে যায়,
বয়ে চলে যায় বেলা।
তুমি নেই বলে বাতাস যে নেই,
নেই পাখিদের মেলা।
আমি যে বসে বসে পথ চেয়ে রই
তুমি তো এলেনা কই।

এসেছিল আকাশে-
কালো কালো মেঘ বৃষ্টির ফোটা নিয়ে,
সব ক'টি ফোটা নদীর বুকেতে
গেল ভালোবেসে দিয়ে।
দেখলাম বসে নদীর মেঘের-
কি দারুন মিলন সুখ।
আরও দেখলাম জলের ছায়াই,
নিজের জীর্ণ মুখ।

আমি পাগলের মতো পথ চেয়ে রই,
তবুও এলেনা তুমি ।
বলে দাও যদি করে থাকি ভুল,
ক্ষতি কি করেছি আমি?

আমি শুধু শুধু পথ চেয়ে রই,
তুমি তো এলেনা কই।
বলে ছিলে তুমি আসবে এখানে,
তুমি তো এলেনা কই॥

#জঙ্গিপুর
২০০৬