বাইরে ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা তখন,
কালো রাস্তা মৃত প্রায় অবস্থায় একা, নিশ্চুপ,
পড়ে রয়েছে বিস্তীর্ন এলাকা জুড়ে, খাঁ খাঁ রৌদ্র যখন।
যেহেতু, স্বর্ণ যুগ চলে গেছে বহুকাল আগে,
চলে গেছে দেব প্রদত্ত মানবতা প্রেমী, প্রকৃতি প্রেমী রাজারা।
আজ ঈশ্বর নেই, তাই ঈশ্বরীয় শক্তিও বিলীন হয়েছে।
ধর্ম রক্ষার্থে আসবেনা আর কোন মহামানব -মহাপুরুষ,
যেহেতু ধর্ম কি তাই আজ ভুলে গেছে মানুষ।
আজ শীত-গ্রীষ্ম বলে আর কোন কাল নেই,
সবটাই খেলার ছলে রূপ বদলাচ্ছে অহরহ।
যেহেতু মানুষ বদলাচ্ছে, বদলাচ্ছে জীবন যাপন।
মানুষ পরিবর্তনশীল হয়ে প্রকৃতিকে জয় করছে প্রতিনিয়ত,
যেহেতু জ্ঞানীরা আজ বোকা,
তাঁরা বলে, মানুষ প্রকৃতিকে ক্ষয় করছে প্রতিনিয়ত।
আজ স্যাটেলাইট-এর ভিড় বারছে পৃথিবী রক্ষার্থে,
যেহেতু আধুনিক যুগ॥
#রাত্রি ১২:৪২
২৪শে মে, ২০১৫
বহরমপুর, মুর্শিদাবাদ॥