চলিয়া যাবো আমি একদিন
এই বিশ্ব মাঝার হতে;
সে’দিন আমারে হইবে না –
এত দুঃখ-কষ্ট সহিতে ।

সে’দিন,
হয়তো তোমারে ও হইবে না
আমার দেওয়া ব্যথায় ব্যথিত হইতে ।
ভালো থেকো তুমি,
সুখে থেকো তুমি,
এই কামনা করিয়া যাবো,
তোমার প্রেমের অমর গীতি খানি
চিরকাল আমি গাইবো
তুমি কি জানো?
তুমি কি মা'নো?
আমার এই প্রেম কাহিনী-
চির অমর হইয়া থাকিবে;
ঈশ্বর আমারে-
তাঁহার দুয়ারে-
প্রেমের দ্বার করিয়া রাখিবে ।
জানি না তো আমি, আমার এ বাণী,
হইবে সত্য কতখানি;
তবুও আমি বিশ্বাসী,
আমার শেষ নিঃশ্বাস'ই,
হইবে আমার প্রেমের শেষ গীতি খানি ।

তোমারই লাগি বন্ধু হাই,
একথা আমি জিজ্ঞাসি'য়া যায়-

প্রেমের দুয়ারে-
কতখানি প্রেমী'র হইয়াছে ঠাঁই?

#রাত্রি ১১ঃ ৫৫
বুধবার, ২২ জুন ২০০৫
ধুলিয়ান।