#জন্ম দিন

সব ভালোবাসায় মলিন হয়ে যায়,
সময়ের এই ছায়াতলে,
মাতৃত্বের মায়া হারিয়ে যায়,
হারিয়ে যায় প্রেমিকার প্রেম
দায়িত্বের এই বেড়া জালে।।

দায়িত্ব বেঁধে রাখে সম্পর্কের জাল,
বেঁধে রাখে কিছু প্রাণহীন রক্ত মাংসের শরীর,
আর বাঁচিয়ে রাখে ঘৃনা।

আর বাঁচিয়ে রাখে স্মৃতির নামে,
ভুল পথে চলার বিষাক্ত আর্তনাদ।

পাহাড়সম চিৎকার, শব্দবিহীন স্বপ্ন, সঙ্গ বিহীন পথ, তবু ভীড়, মানুষের ভীড়।
তারা কেউ আপন নয়, আপন হওয়ার ভনিতা মাত্র, ভুলে যায়।

ভুলে যায় ভালোলাগা, ভুলে যায় সখ।
ভুলে যায় হাসিকান্না, ভুলে যায় পথ।
আর আমার পথে পথ চলা।

তারও তো অন্য পথ আছে,
আছে অন্য কোনো গন্তব্য।
সময় চিনিয়েছে তার উদ্দেশ্য,
ভুলিয়েছে ভালোবাসা, জীবন, পথ চলা হাত ধরে।

আবার একা, যেমন ছিলাম মাতৃ গর্ভে।
মাতৃত্ব ও মায়া হারিয়েছে,
সময়ের এই কালচ্চক্রে।

২৬ এপ্রিল ২০২৩
বহরমপুর, রাত্রি ২:১৮